আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
শুধু একটি বার একটি বার তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটি বার একটি বার তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মেলাও ।।
তীর হারা এই দুঃসময় স্বপ্ন ডাক দেয়
হাতছানিতে যায় হারিয়ে আধার অচেনায়
আমার গানের সাথে তোমার গান মেলাও ।।
কোন গভীরে ডুবেছিলে কোন সে মোহনায়
যায় সীমানা যায় পেরিয়ে তোমার আঙ্গিনায়
চোখের পলক চোখে কুনঠি একাকার ।।
আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর
আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্দুর
শুধু একটি বার একটি বার তুমি বৃষ্টি ঝরাও ফিরে চাও
শুধু একটি বার একটি বার তুমি স্বপ্ন ওড়াও ফিরে চাও
আমার সুরের সাথে তোমার সুর মেলাও ।।