আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো


হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো
(আজ এই দিনটাকে.............)


এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি


রঙের বর্ষা ঐ নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো
(আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো)